পতেঙ্গায় পথচারীকে মোটরসাইকেলের ধাক্কার ঘটনায় মো. মিনহাজ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩ মে) সন্ধ্যা সোয়া সাতটার সময় খেজুরতলা এলাকায় এই ঘটনা ঘটে। এতে অজ্ঞাত এক মহিলা (২৮) ও আবু হেনা মাহমুদ (২৬) নামে দুইজন আহত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সূত্রে এই তথ্য জানা গেছে।
আহত ২ জনকে গুরুতর অবস্থায় ২৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় নিহত মিনহাজ রাউজানের সুলতানপুর এলাকার ওয়াহাবউল্লাহ মিয়াজির বাড়ির শওকত আলীর ছেলে।
পূর্বকোণ/আরআর/পারভেজ