চট্টগ্রাম সোমবার, ১৭ মার্চ, ২০২৫

সর্বশেষ:

অবশেষে চট্টগ্রামে নামল স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

২ মে, ২০২৪ | ১১:২৫ পূর্বাহ্ণ

অবশেষে নামল স্বস্তির বৃষ্টি। তীব্র দাবদাহে পুড়তে থাকা চট্টগ্রাম নগরবাসী অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা পেয়েছেন। বুধবার দিবাগত মধ্যরাত থেকে থেমে বৃষ্টি হচ্ছে নগরীর বিভিন্ন জায়গায়।

 

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা আবদুল বারেক পূর্বকোণকে বলেন, চট্টগ্রামে বুধবার মধ্যরাত থেকে থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল পর্যন্ত আমরা ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছি। আজ দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে পারে।

 

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২ মিলিমিটার, টেকনাফে ৩ মিলিমিটার ও কুতুবদিয়ায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট