চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

খুলশীতে পারিবারিক কলহের জেরে ‘বিষপানে নারীর আত্মহত্যা’, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল, ২০২৪ | ৫:১০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় পারিবারিক কলহের জেরে আসিয়া আক্তার (২৮) নামে এক নারী বিষপানে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৬ এপ্রিল) রাতে মহিলা স্কুলের পাশে শাহ আলমের বাসায় এ ঘটনা ঘটে।

 

এই ঘটনায় ওই নারীর স্বামী মো. মিলনকে আটক করেছে খুলশী থানা পুলিশ। তিনি পেশায় একজন দারোয়ান।

 

বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- স্বামী-স্ত্রীর কলহের জেরে এই নারী বিষপান করেন। পরে দিবাগত রাত সাড়ে ১২টায় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনায় অত্মহত্যার প্ররোচণা মামলা নেওয়া হয়েছে। লাশের ময়না তদন্ত করা হয়েছে। নারীর স্বামী মিলনকে আটক করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

 

 

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট