চট্টগ্রামের সদরঘাট এলাকা থেকে ১২ মেট্রিক টন বিটুমিনসহ দু’জনকে আটক করেছে র্যাব। যার বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) নগরীর দক্ষিণ নালাপাড়া থেকে তাদের আটক করা হয়। পাশাপাশি বিটুমিন পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
আটকরা হল- লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার গোপাল চন্দ্র দের ছেলে সুমন চন্দ্র দে (৩৮) ও ভোলা সদর থানার সিরাজ ব্যাপারীর ছেলে মো. আব্দুল্লাহ প্রকাশ আজিজ (৪০)।
এ ব্যাপারে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ মেট্রিক টন বিটুমিন জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা। তারা দীর্ঘদিন ধরে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে কম মূল্যে এসব ক্রয় করে আসছিল। পরে পাইকারি ও খুচরা বিক্রয় করত। আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস জাহান বলেন, বিটুমিনসহ আটক দুজনকে থানায় সোপর্দ করেছে র্যাব। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। পলাতক আসামিদের গ্রেপ্তারে এবং বিটুমিন সংগ্রহের উৎস জানতে তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ