চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর সাগরিকা রোড থেকে চুরি হওয়া ২২ লাখ টাকার কন্টেইনার ভর্তি সিলিকনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ নভেম্বর) নগরীর আকবরশাহ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হল, কুমিল্লা জেলার মুরাদনগর থানার কামারচর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে মো. বাবুল মিয়া (৫৩), নোয়াখালী জেলার সেনবাগ থানার তাড়াশা এলাকার দুলাল মিয়ার ছেলে মো. মামুন মিয়া (৩১), যশোর জেলার অভয়রগর থানার রাজঘাট এলাকার মৃত শেখ আব্দুল ওয়াদুদের ছেলে শেখ জাহাঙ্গীর কবির (৫২) ও বোয়ালখালী থানার আল্লাহ দরবার এলাকার মো. নুরুল আলমের ছেলে মো. শামসুল আলম (৩৯)।
বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) সুফল কুমার দাশ বলেন, গত ১৩ নভেম্বর দুপুরে বন্দর থেকে কাঁচামাল (সিলিকন ফ্লাইড) কার্ভাডভ্যানে নিয়ে পাহাড়তলী থানাধীন সাগরিকা রোডে চা খেতে নামেন। ফিরে এসে চালক-হেল্পার গাড়িটি দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় আকবরশাহ থানার বায়েজিদ লিংক রোড এলাকা থেকে বাবুল মিয়া নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। বাবুল জানায় তার সহযোগী সোহেল ও মামুন মিয়াসহ কাভার্ডভ্যানটি চুরি করে শাপলা আবাসিক এলাকায় শেখ জাহাঙ্গীর কবিরের গোডাউনে নিয়ে যায়। পরে শাপলা আবাসিক এলাকা থেকে শেখ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। এরপর শামসুল আলম নামে আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যমতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পলাশপুর রোড থেকে নয়টি কন্টেইনার ভর্তি সিলিকন উদ্ধার করা হয়। পরে মামুন মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে।
সুফল দাশ আরও বলেন, আসামিরা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশি গার্মেন্টসের মালামাল রপ্তানি করার জন্য বিভিন্ন ডিপো থেকে কন্টেইনার ভর্তি মালামাল বন্দরে পৌঁছে দেওয়ার সময় চুরি করে।
পূর্বকোণ/পিআর/পারভেজ