চট্টগ্রাম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

ছিনতাইকৃত পিকআপসহ গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক

২২ নভেম্বর, ২০২৩ | ৯:০৩ অপরাহ্ণ

আকবরশাহ থানা পুলিশের অভিযানে বায়েজিদ লিংক রোড হতে ছিনতাইকৃত পিকআপসহ ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) আকবরশাহের নাছিয়া ঘোনা এলাকায় পাকা রাস্তার উপর হতে লুণ্ঠিত পিকআপটিসহ তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন- মো. নাজিম উদ্দিন প্রকাশ নাঈম (২২), মো. রবিউল হোসেন (২৪), মোহাম্মদ আলী (২৫), মো. রাসেল (২৪)।

 

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর জানান,  মো. সুফিয়ান (২৩) নামের এক  ড্রাইভার মঙ্গলবার রাতে পিকআপ নিয়ে মুরাদপুর হতে সীতাকুণ্ড যাওয়ার পথে বায়েজিদ লিংক রোডের ৪ নং ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে ৪/৫ জন ছিনতাইকারী পিকআপ, মোবাইল ও নগদ টাকা ছিনাইয়া নিয়ে পালিয়ে যায়। বিষয়টি ড্রাইভার সুফিয়ান গাড়ির মালিককে জানালে গাড়ির মালিক ভোর রাতে আকবরশাহ থানায় এসে ঘটনাটি অবহিত করেন। তাৎক্ষণিক নৈশ টহল টিম অভিযান পরিচালনা করে পিকআপসহ আসামিদের গ্রেপ্তার করে।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট