চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

সর্বশেষ:

মাছে ক্ষতিকর রং : তিন মাছ ব্যবসায়ী আটক, লাখ টাকা জরিমানা

হাটহাজারী সংবাদদাতা

৪ সেপ্টেম্বর, ২০২২ | ৯:৪৫ অপরাহ্ণ

হাটহাজারীতে মাছে ক্ষতিকর রং মেশানোর অভিযোগে তিন মাছ ব্যবসায়ী আটক করা হয়েছে । সেইসাথে তাদের  এক লক্ষ অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম।

অভিযানে মুহুরী হাট এলাকার হারুনুর রশিদের পুত্র মো. মিজানকে ৩০ হাজার টাকা, চারিয়া এলাকার আদু মিয়ার পুত্র মো. রফিককে ৪০ হাজার টাকা ও গুমানমর্দ্দন ইউনিয়নের সিরাজুল হকের পুত্র মো: জাহাঙ্গীরকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ইউএনও শাহিদুল আলম জানান, মানব দেহের ক্ষতিকর রং মেশানোর অভিযোগে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সরকার হাট বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪২ ধারায় তাৎক্ষণিক একজন ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে অপর ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকাতার হোসেন খান সুমন ও ওয়ার্ড সদস্যের সহযোগিতায় অপর ব্যবসায়ীদের আটক করে তিন ব্যবসায়ীকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পূর্বকোণ/খোরশেদ/রাজীব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট