চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকর কেমিকেল ব্যবহার, চার প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৫ মে, ২০২৪ | ৯:০৪ অপরাহ্ণ

অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকর কেমিকেল ব্যবহার করে খাদ্য প্রস্তুত করায় চার প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রবিবার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহান চান্দগাঁও ও চকবাজার এলাকায় পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়।

 

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম মেট্রো এলাকার খাদ্য অফিসার মোহাম্মদ বশির আহম্মেদ পূর্বকোণকে জানান, চান্দগাঁও থানার এক কিলোমিটার চেয়ারম্যান ঘাটা এলাকার সারা আইসক্রিম ফ্যাক্টরিকে অস্বাস্থ্যকর পরিবেশ ও মানব দেহের জন্য ক্ষতিকর কেমিকেল ব্যবহার করে আইসক্রিম প্রস্তুত করায় এক লাখ টাকা, নতুন চান্দগাও থানার পশ্চিম পাশে নাজের ফুড এন্ড বেভারেজ ফ্যাক্টরিকে অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যবিধি না মেনে আইসক্রিম তৈরির দায়ে এক লাখ টাকা, চকবাজার এলাকার মিষ্টি মুখকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে এক লাখ টাকা ও চট্টগ্রাম মেডিকেল কলেজের মেইন গেটের বিপরীতে পিরাণী হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনহীন কেমিকেল ব্যবহার করে খাদ্য তৈরির দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়। 

 

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন খাদ্য পরিদর্শক ইয়াছিনুল হক চৌধুরী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট