চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

সর্বশেষ:

বান্দরবানে ফের ভাল্লুকের আক্রমণ : আহত চাষীকে হেলিকপ্টারে আনা হল চট্টগ্রামে

বান্দরবান সংবাদদাত

১৪ মার্চ, ২০২১ | ৪:০৭ অপরাহ্ণ

বান্দরবানে ফের ভাল্লুকের আক্রমণে ক্রইল মুরং (৭৬) নামে এক জুম চাষী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে আনা হয়েছে।

রবিবার (১৪ মার্চ) সকালে আলীকদ‌ম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের সমথংপাড়া এলাকার এক‌টি ঝিরিতে এ ঘটনা ঘটে।

আহত ক্রইল মুরং (৭৬) আলীকদ‌মের কুরুক পাতা ইউ‌নিয়‌নের সমথংপাড়ার মৃত রেংহান ম্রোর ছে‌লে।

স্থানীয় লোকজন ও সেনাবা‌হিনী জানায়, রা‌তে সমথংপাড়ার পা‌শের এক‌টি ঝিরিতে মাছ ধরার জন্য জাল পেতে আসে ওই চাষী। রবিবার সকাল ৬টায় মাছ ধরতে সেখা‌নে গে‌লে ভাল্লুক তাকে আক্রমণ করে। প‌রে স্থানীয়রা তাকে উদ্ধার করে বলাইপাড়া আর্মি ক্যাম্পে  নিয়ে আসে। সেখা‌নে প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে সাড়ে ১২টায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার করে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যায়।  

বান্দরবান ৬৯ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার মো. জিয়াউল হক জানান, উন্নত চি‌কিৎসার জন্য সেনাবা‌হিনীর নিজস্ব হে‌লিকপ্টারে ক‌রে আহত‌ ব্য‌ক্তি‌কে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

উল্লেখ্য,গত ২৬ ফেব্রুয়ারি বান্দরবানের চিম্বুক পাহাড়ে ভাল্লুকের আক্রমণে দুজন মারাত্মকভাবে আহত হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট