চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে আরও ১০৭ জনের করোনা শনাক্ত, ৮০ জনই নগরীতে

অনলাইন ডেস্ক

১৩ জুলাই, ২০২০ | ১০:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনাভাইরাসে নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরও ১০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। রবিবার (১২ জুলাই) ৫টি ল্যাবে ৫৯৭ টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৫৯৭ জনে।

চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) বেসরকারি শেভরণ ল্যাবে কোন নমুনা পরীক্ষা করা হয়নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৪১টি নমুনা পরীক্ষা করে ৩০ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৪২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ১৫ জন। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৯৯টি নমুনা পরীক্ষা করে ১৪ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। এছাড়া, ইম্পেরিয়াল ল্যাবে ১৯৪টি নমুনা পরীক্ষা করে ২৭ জন শনাক্ত হয়েছে এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২১টি নমুনা পরীক্ষা করে ১ জন শনাক্ত হয়।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৫টি ল্যাবে ৫৯৭ টি নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ১০৭ জনের। এরমধ্যে ৮০ জন নগরীর এবং ২৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

 

 

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট