
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আধিপত্য বিস্তারকে ঘিরে আবারও খুন হওয়ার নেপথ্য কারণ নিয়ে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক।
রবিবার (৫ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটেছে।
হামলায় আহতরা হলেন-এখন টিভির বিশেষ প্রতিনিধি হোসাইন আহমদ জিহাদ ও ক্যামেরা পার্সন মো. পারভেজ। তাদেররকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছেন সহকর্মীরা। এদিকে সাংবাদিকদের উপর হামলার এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠনগুলো।
জানা গেছে, সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পযন্ত সময়ে সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এসব গোলাগুলি ও মারামারিতে একজন নিহত হয়েছে। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র-শস্ত্র। এ ঘটনায় রবিবার সকালে জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহে যান এখন টিভির ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন আহমেদ জিহাদ ও ক্যামেরা পার্সন মো. পারভেজ। তারা সংবাদ সংগ্রহকালে সেখানে থাকা সন্ত্রাসীরা অতর্কিতে তাদের উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তাদের ক্যামেরা ভাঙচুর করে, মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পর সহকর্মীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করায়।
হাসপাতালে ভুক্তভোগী দুই সাংবাদিক সহকর্মীদের কাছে হামলার বর্ণনা দিয়ে জানান, সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসীরা তাদের অপকর্মের ফিরিস্তি বেরিয়ে আসার ভয়ে এই হামলা চালিয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হয়েছে শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পূর্বকোণ/পিআর