সম্প্রতি সড়ক দুর্ঘটনায় প্রয়াত নব্বইয়ের দশকের প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের কর্মী সাবেক ছাত্রনেতা এস এম রিদওয়ান কবিরের শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) বিকেল পাঁচটায় পটিয়া ক্লাবের মোস্তাফিজুর রহমান পাবলিক লাইব্রেরি হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বাসদ সমন্বয়ক স ম ইউনুচ। সভার শুরুতে শোকসংগীত পরিবেশন করেন অগ্নিলা শর্মা দিয়া। পরে প্রয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। জীবনালেখ্য পাঠ করেন, সাংবাদিক পলাশ রক্ষিত।
শোকসভা কমিটির সদস্য সচিব আবদুর রহমান রুবেলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন, আশির দশকের ছাত্রনেতা ও ব্যাংকার নুরুল আরশাদ চৌধুরী, জেলা সিপিবি সভাপতি অধ্যাপক কানাই লাল দাশ, বাসদ (মাকর্সবাদী) জেলা সমন্বয়ক এডভোকেট শফিউদ্দিন কবির আবিদ, সচেতন নাগরিক কমিটি আহ্বায়ক এডভোকেট কবিশেখর নাথ পিন্টু, মালঞ্চ সাহিত্য গোষ্ঠী সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র, পটিয়া ক্লাব এডহক কমিটির সদস্য সচিব মোজাম্মেল হক, শ্রমিকনেতা অপু দাশগুপ্ত, জেলা এনডিএফ নেতা খোকন মল্লিক, উপজেলা সিপিবি সাধারণ সম্পাদক এনামুল হক মনজু, চক্রশালা কৃষি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর বিশ্বাস, দক্ষিণ জেলা খেলাঘর সভাপতি অধ্যাপক ভগীরথ দাশ, পটিয়া প্রেস ক্লাবের সদস্য সচিব আহমদ উল্লাহ, মাসুদ এন্ড ব্রাদার্সের ম্যানেজার আবু বক্কর, প্রয়াতের ভাই এস এম বদিউল আলম ও কন্যা চিশতিয়া তারমিন।
বক্তারা বলেন, ছাত্রজীবনে রিদওয়ান কবির যে আদর্শকে মনেপ্রাণে গ্রহণ করেছেন আমৃত্যু তা ধারণ করে গেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ সকল গণআন্দোলন, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে অংশগ্রহণ করেছেন। যেখানে গেছেন সমাজতান্ত্রিক মতাদর্শের প্রচার করেছেন। কখনো আদর্শচ্যুত হননি। বক্তারা তার জীবনের সংগ্রামী দিকগুলো থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের সকল গণতান্ত্রিক ও সম্পদ রক্ষার আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
পূর্বকোণ/পিআর