ঢাকা বিমানবন্দর হতে স্বজনের লাশ আনার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা কালিকাপুর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ফটিকছড়ির ভুজপুর থানার বাসিন্দা মুহাম্মদ ওসমান গনি (৪৫) এবং মুহাম্মদ বাবুল (৩২)।
শনিবার (৫ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে এম্বুলেন্স, মোটরসাইকেল ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওসমান গনি ভূজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির জয়নাল আবেদীনের ছেলে এবং বাবুল একই এলাকার ফুল মিয়ার ছেলে।
চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে থানার ডিউটি অফিসার মুহাম্মদ ফারুক জানিয়েছেন, বিকাল সাড়ে ৪টার দিকে উক্ত এলাকায় লাশবাহী এম্বুলেন্স, মোটরসাইকেল ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে ওসমান এবং হাসপাতালে নেওয়ার পথে বাবুল মৃত্যুবরণ করে। লাশ দুটি হাইওয়ে থানায় রয়েছে, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের স্বজনদের হাতে লাশ হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত এক বছর আগে নিহত বাবুলের ছোট ভাই মুহাম্মদ রুবেল সৌদি আরবে কর্মরত অবস্থায় কফিলের নির্যাতনে মারা যান। সেখানকার নানান আইনি প্রক্রিয়া শেষে বিমান যোগে রুবেলের মরদেহ ৫ জুলাই দেশে আসে। মরদেহ আনতে নিহত প্রবাসী রুবেলের বড় ভাই বাবুল ও তাদের ফুফাত ভাই ওসমান এম্বুলেন্স নিয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর যান। সেখান থেকে লাশ নিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ