চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌর এলাকা থেকে জাহাঙ্গীর আলম (৫২) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ জুলাই) দুপুরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছালে আহমদ ড্রাইভার বাড়ির নিহতের শয়ন কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জাহাঙ্গীর আলম উক্ত এলাকার মুহাম্মদ রবিউল আলমের ছেলে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, নিহত জাহাঙ্গীরের মা দীর্ঘসময় ধরে ছেলে ঘুম থেকে না উঠায় খোঁজ নিতে গিয়ে ছেলেকে বিছানার উপরে বৈদ্যুতিক পাখার সাথে ঝুলতে দেখেন। এতে চিৎকার চেচামেচিতে ঘটনা জানাজানি হয়।
পরে, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ বিছানার উপর বসা অবস্থায় ছিল। গলায় দাগ ছাড়া শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন ছিল না। লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানিয়েছেন।
পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ