কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ ধরা পড়েছে এক মাদককারবারি। শনিবার বিকাল ৩টার দিকে কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড খোয়াজনগরের এছহাক সওদাগরের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী ও কর্ণফুলী থানা পুলিশের সদস্যরা।
গ্রেপ্তার ওই মাদক কারবারি হলেন উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড খোয়াজনগর বেলার বাপের বাড়ির আব্দুল হাকিমের ছেলে মো. বাবুল (৫৫)। এ সময় তার কাছ থেকে ৩০০ ইয়াবা উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড খোয়াজনগরের এছহাক সওদাগরের দোকানের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. বাবুলকে গ্রেপ্তার করে সেনাবাহিনী ও কর্ণফুলী থানা পুলিশের সদস্যরা। এ সময় তার কাছ থেকে ৩০০ ইয়াবা উদ্ধার করা হয়।
জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, যৌথ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত জেল হাজতে প্রেরণ করা নির্দেশ দেন।
পূর্বকোণ/নয়ন/জেইউ/পারভেজ