চট্টগ্রাম শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

সর্বশেষ:

চন্দনাইশ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ

৫ জুলাই, ২০২৫ | ৩:০৩ অপরাহ্ণ

ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, অনেক প্রতিকূলতা অতিক্রম করে অবশেষে ১৭ কোটি টাকা ব্যয়ে চন্দনাইশে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হলো।

তিনি বলেন, একসাথে ১২’শ মানুষ নামাজ আদায় করতে পারবে এ মসজিদে। ১৩টি গাড়ি পার্কিং সুবিধা, মৃত ব্যক্তির গোসলের জন্য আলাদা ডাইস, ১৫০ জন একসাথে সমাবেশ করার জন্য কনফারেন্স রুম, গেস্ট হাউজ, প্রতিবন্ধী ও পঙ্গু ব্যক্তিদের নামাজের আলাদা ব্যবস্থা, সমৃদ্ধ লাইব্রেরিতে বই পড়া ও বিক্রয় করা হবে। এককথায় মাল্টিপারপাস মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। অতি দ্রুত নির্মাণকাজ শেষ করে জনসাধারণের জন্য উম্মুক্ত করা হবে। তবে মসজিদ সংরক্ষণের দায়-দায়িত্ব আপনারা স্থানীয়দের। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন- ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুল আউয়াল হাওলাদার, ইসলামী ফাউন্ডেশনের মহা-পরিচালক আবদুস ছালাম খাঁন, প্রকল্প পরিচালক মো. শহিদুল আলম, উপ-প্রকল্প পরিচালক ফেরদৌস উদ জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম খাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বিএনপি নেতা এম.এ হাশেম রাজু, জামায়াতের সম্ভাব্য প্রার্থী ডা. শাহাদাৎ হোসেন প্রমুখ।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট