চট্টগ্রাম শনিবার, ১২ জুলাই, ২০২৫

সর্বশেষ:

বান্দরবানে থমথমে পরিস্থিতি, নিহতদের পরিচয় শনাক্ত
ছবি: সংগৃহীত

বান্দরবানে থমথমে পরিস্থিতি, নিহতদের পরিচয় শনাক্ত

বান্দরবান প্রতিনিধি

৫ জুলাই, ২০২৫ | ২:৩১ অপরাহ্ণ

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সাথে কেএনএফের সংঘর্ষে দুজন নিহত হওয়ার পর থমথমে অবস্থা বিরাজ করছে। উপজেলার দুর্গম মুয়ালপি পাড়া ও লাইরুনপি পাড়াসহ আশেপাশের এলাকার পাড়াগুলোর লোকজন আতঙ্কে রয়েছে। সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

 

এছাড়া রুমায় যাতায়াতকারী পর্যটকদের নিরাপত্তায় সেনাবাহিনী ও প্রশাসন থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বান্দরবান রুমা সড়ক, বগালেক কেওক্রাডং সহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা চৌকিতে তল্লাশি বাড়ানো হয়েছে।

 

এদিকে বৃহস্পতিবার (৩ জুলাই) সেনাবাহিনীর সাথে সংঘর্ষে নিহত দুজন কেএনএফ সদস্যের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন ক্যাপ্টেন সাংমিন বম (২৭) প্রকাশ পুতিন তার বাড়ি মুয়ালপি পাড়ায় অন্যজন লাল হিমসাং বম (২৫) তার বাড়ি মুন্নুয়াম পাড়ায়। নিহত সাংমিন বম ৯ সদস্যের একটি গ্রুপের কমান্ডার ছিলেন। লাশগুলো ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে আনা হয়েছে। ঘটনাস্থল থেকে আটক লালসাং পাস্সান বমকে রুমা পুলিশে সোপর্দ করা হয়েছে।

 

উল্লেখ্য বৃহস্পতিবার ভোরে রুমা উপজেলার মুয়ালপি পাড়ার কাছে নাইতং পাহাড় এলাকায় সেনাবাহিনীর সাথে কেএনএফের সংঘর্ষে কমান্ডার সহ দুজন নিহত হয়। সেখানে একটি আস্থানা থেকে তিনটি এসএমজি, একটি চাইনিজ রাইফেল, সাড়ে চারশ রাউন্ড গুলি সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় একজনকে আটক করা হয়।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট