রাউজানে ঝুঁকিপূর্ণ সীমানা দেয়াল ধসে মো. মেহেরাজ (১২) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহ সুফি জান মোহাম্মদ শাহ (রহ.)’র বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেরাজ নোয়াখালী জেলার বাসিন্দা হলেও পরিবারসহ বসবাস করছিল রাউজান পৌরসভার একটি কলোনিতে। মেহেরাজ স্থানীয় আবদুল খালেকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পাড়ার একদল শিশু-কিশোর খেলার সময় হঠাৎ রাশেদ নামের এক ব্যক্তির মালিকানাধীন জায়গার পুরনো ও ঝুঁকিপূর্ণ সীমানা প্রাচীর ধসে পড়ে। নির্মাণ শ্রমিকেরা দেয়ালটি ভাঙার কাজ করছিলেন বলে স্থানীয়রা জানান। এ সময় কিশোর মেহেরাজ চাপা পড়ে গুরুতর আহত হয়।
তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে গহিরার জেকে মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে বিকেলে অপারেশনের পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার বিষয়ে মো. সাহেদ নামে এক বাসিন্দা বলেন, দেয়ালটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল। শ্রমিকেরা ভাঙার সময় কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেয়নি। খেলার সময় মেহেরাজ দেয়ালের কাছেই ছিল। হঠাৎ ধসে পড়ায় চাপা পড়ে যায়।
এদিকে, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, আমাদের কাছে কেউ এই ঘটনার বিষয়ে জানায়নি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি পুরনো ও ঝুঁকিপূর্ণ স্থাপনা ভেঙে ফেলার সময় সতর্কতা না রাখার অভিযোগও উঠেছে স্থানীয়দের মধ্যে।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ