চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী এলাকার ৭ নম্বর ওয়ার্ডের খানপাড়া থেকে মুন্না (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুন্নার পিতার নাম চান শরীফ।
স্থানীয়দের বরাতে জানা গেছে, মঙ্গলবার রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে মুন্না ঘর থেকে বের হয়ে যান। রাতের কোনো এক সময় বাড়ির সামনের গাছে রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি।
বুধবার সকালে ভোরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পার্শ্ববর্তী রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।
পার্শ্ববর্তী চুয়েট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মামুন বলেন, শুনেছি মুন্নার সাথে রাতে তার স্ত্রীর কথা কাটাকাটি হয়। তার জেরে সে আত্মহত্যা করতে পারে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে তা অপমৃত্যু মামলা হিসেবে গ্রহণ করা হবে। তবে লাশের ময়নাতদন্ত করা হয়েছে।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ