চট্টগ্রামের পটিয়ায় এক দুর্ধর্ষ চুরির ঘটনায় মামলা দায়েরের দুই ঘণ্টার মধ্যেই আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- পটিয়া উপজেলার কুসুমপুরা ১ নম্বর ওয়ার্ড মইল্যা পুটির বাড়ির নুরুল আবছারের ছেলে নুরুল হাকিম শুভ (২৫), একই ওয়ার্ডের ইব্রাহিম সওদাগর বাড়ির হাসান আলীর ছেলে রিয়াজুর রহমান নিক্সন (২৪), ২ নম্বর ওয়ার্ডের নুর মেম্বারের বাড়ির গোলাম কাদেরের ছেলে মো. এরশাদ হোসেন (২০)। এ সময় আসামিদের হেফাজত থেকে চুরি যাওয়া একটি স্বর্ণের হার, একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি, ৪টি স্মার্টফোন, একটি বাটন ফোন, নগদ ৪ হাজার ৮ শ’ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ২৯ জুন দিবাগত রাতে পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের চাপড়ি এলাকায় দুটি পৃথক বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওই রাতে দুবাই প্রবাসী মোহাম্মদ হেলালের বাড়ি থেকে প্রায় ৬ লাখ টাকার স্বর্ণালঙ্কার, নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, ৫ হাজার দিরহাম এবং ৩টি স্মার্টফোন চুরি হয়। একই রাতে কাছাকাছি এলাকার বাসিন্দা নুর আহম্মদের বাড়ি থেকেও চুরি হয় ৪ লাখ ১০ হাজার টাকার স্বর্ণালঙ্কার, নগদ ১০ হাজার টাকা, ২টি স্মার্টফোন এবং ১টি বাটন ফোন। ঘটনার পরদিন ১ জুলাই সকালে প্রবাসী মোহাম্মদ হেলাল থানায় একটি মামলা দায়ের করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, মামলা দায়েরের পরপরই দ্রুত অভিযান চালিয়ে কুসুমপুরা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। চক্রের অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পূর্বকোণ/রবিউল/জেইউ/পারভেজ