চট্টগ্রাম বুধবার, ০৯ জুলাই, ২০২৫

সর্বশেষ:

কারবালা শুধু একটি যুদ্ধ নয়, সত্য-মিথ্যার পার্থক্য নির্ধারণে উজ্জ্বল দৃষ্টান্ত
কারবালা মাহফিল

শাহাদাতে কারবালা স্মরণে আলোচনা সভা

কারবালা শুধু একটি যুদ্ধ নয়, সত্য-মিথ্যার পার্থক্য নির্ধারণে উজ্জ্বল দৃষ্টান্ত

বিজ্ঞপ্তি

১ জুলাই, ২০২৫ | ১১:১২ অপরাহ্ণ

পবিত্র শাহাদাতে কারবালার স্মরণে আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিলের ব্যবস্থাপনায় আলোচনা সভা, মিলাদ ও জিকির-এ-সেমা মাহফিল গত শুক্রবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় হারুয়ালছড়িস্থ শোকর-এ মওলা মনজিলে সংগঠনের সভাপতি মোহাম্মদ আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক ও লেখক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য মোহাম্মাদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী।

 

আলোচনায় প্রধান অতিথি কারবালার ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে বলেন— কারবালা শুধু কোনো যুদ্ধের ইতিহাস নয়। এটি সত্য-মিথ্যার পার্থক্য নির্ধারণের এক উজ্জ্বল দৃষ্টান্ত। বাতিলকে পরিহার করে হককে আঁকড়ে ধরার দৃঢ় প্রতিজ্ঞা। কারবালা আমাদের ধৈর্যের শিক্ষা দিয়েছে। মূলত সবরের মধ্য দিয়ে হক প্রতিষ্ঠার লক্ষ্যে প্রেমাষ্পদের প্রতি উৎসর্গিত প্রেমের শিক্ষা দিয়েছে কারবালা।

 

এছাড়া, বিশ্বসমাদৃত ত্বরিকা-এ-মাইজভাণ্ডারীয়ার মূল নৈতিকতা উল্লেখ করে তিনি বলেন, মানবকে ধৈর্য ধারণের মাধ্যমে সহনশীলতা ও হকের প্রতি সচেতন থেকে অন্তরে তাওহীদের স্থিতিশীলতা আনয়নের পথে পরিচালিত করে মাইজভাণ্ডারী দর্শন।

 

পবিত্র কুরআন তেলাওয়াত, নাতে রাসূল (দ.) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনার মাধ্যমে আলোচনা সভার সূচনা হয়। মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি দুবাই রাস-আল-খাইমা শাখার সাবেক সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, সংগঠনের উপদেষ্টা, পূবালী ব্যাংক মানিকছড়ি শাখার ব্যবস্থাপক সৈয়দ শফিউল আজিম সুমন ও উপদেষ্টা মোহাম্মদ কামাল।

 

অনুষ্ঠানে একই সাথে আশেকানে হক ভাণ্ডারী শোকর-এ-মওলা মনজিলের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সভাপতির সমাপনী বক্তব্য ও মিলাদ-মুনাজাতের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘটে।

 

সবশেষে সংগঠনের সদস্য শিল্পী গোলাম মওলা রনির পরিবেশনায় জিকির-এ-সেমা মাহফিল অনুষ্ঠিত হয়।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

 

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট