চট্টগ্রাম রবিবার, ২০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডে ইউপি চেয়ারম্যান-মেম্বারদের গ্রেপ্তার দাবিতে বিএনপির বিক্ষোভ

সীতাকুণ্ডে ইউপি চেয়ারম্যান-মেম্বারদের গ্রেপ্তার দাবিতে বিএনপির বিক্ষোভ

সীতাকুণ্ড সংবাদদাতা

১ জুলাই, ২০২৫ | ১১:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও মেম্বারদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

মঙ্গলবার (১ জুলাই) বিকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সোনাইছড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ সমাবেশে সভাপতিত্ব করেন সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.নাজিমুদৌলা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি নুর উদ্দিন মো.জাহাঙ্গীর চৌধুরী।

 

বিএনপি নেতা মমতাজ উদ্দিন আহমেদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াসুল মাহমুদ চৌধুরী, সাবেক আহ্বায়ক সায়েদ আহমেদ, সদস্য সচিব রবিউল হক, আসলাম চৌধুরীর ব্যক্তিগত সহকারী মনজুরুল ইসলাম ইসলাম মঞ্জু, বিএনপি নেতা তারেক পারভেজ, জাসাস সভাপতি সৈয়দ নাসিম উদ্দিন, যুবদল সভাপতি সোহেল আরমান, সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু, স্বেচ্ছাসেবক দল নেতা নুর উদ্দিন, কৃষক দল নেতা নুর উল্লাহ, ছাত্রদল নেতা সাব্বির জাহান সনি, যুব বিষয়ক সম্পাদক আলমগীর মঞ্জু, বিএনপি নেতা তাজুল ইসলাম তাজু প্রমুখ।

 

সমাবেশে প্রধান অতিথি নুর উদ্দিন মো. জাহাঙ্গীর চৌধুরী বলেন, জনতার রায় না নিয়ে রাতের ভোটে নির্বাচিত হয়েছেন সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা। অবৈধ পন্থায় নির্বাচিত এসব জনপ্রতিনিধি বিগত ১৬ বছরে মানুষকে বিভিন্নভাবে হয়রানি করার পাশাপাশি দুর্নীতির মাধ্যমে হাতিয়েছেন কোটি কোটি টাকা। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তাদের নেত্রী দেশ ছেড়ে পালালেও এরা এখনো ঘাপটি মেরে বসে আছেন সুযোগের অপেক্ষায়। ইউনিয়ন পরিষদে ফিরে আবারো চালাতে চাইছেন দুর্নীতির রমরমা বাণিজ্য। দুর্নীতিবাজ এসব জনপ্রতিনিধি যাতে আর পরিষদে আসতে না পারে সে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অচিরেই তাদের গ্রেপ্তার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

 

সমাবেশ শেষে নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারআউলিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করেন।

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট