চট্টগ্রামের রাউজানে পূজার ফুল আনতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সুপর্ণা চৌধুরী (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২৯ জুন) সকাল সাড়ে ৬টায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জানালীহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুপর্ণা চৌধুরী রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জগৎ মোল্লাপাড়ার সুভাষ চৌধুরীর স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জননী।
জানা যায়, সকালে বাড়ি থেকে পূজার জন্য ফুল তুলতে গিয়েছিলেন সুপর্ণা চৌধুরী। ফুল তুলে বাড়ি ফেরার পথে সড়ক পার হওয়ার সময় জানালীহাট এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে গহিরা জেকে মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাউজান হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ উল্লাহ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনাটি আমাদের কেউ জানায়নি।
পূর্বকোণ/পিআর