কর্ণফুলী টানেলের ভেতর প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের ডেকোরেশনে ধাক্কা লেগে দুইজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নেওয়া হয়।
মঙ্গলবার (২৪ জুন) বিকেল সাড়ে ৪টায় টানেলের পতেঙ্গা থেকে আনোয়ারা প্রান্তে আসার সময় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, সাতকানিয়া এলাকার আফিয়া বেগম (২৬) ও নোয়াখালী জেলার ফাকেরা বেগম (২৬)।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী টানেলের নিরাপত্তা ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার ফারুক আহমেদ বলেন, সম্ভবত অধিক গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের ওয়ালে ধাক্কা দিয়েছে। তৎক্ষণাৎ ক্ষয়ক্ষতি জানা যায়নি। তবে দুইজন আহত হয়েছে তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। টানেলে যানচলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, আহত অবস্থায় দু’জনকে আনা হয়েছে, প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রিলিজ দেয়া হয়েছে।
পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ