চট্টগ্রামের পটিয়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এস এম রিদোয়ান কবির (৬০) নামে এক রাজনৈতিক নেতার মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) পটিয়া উপজেলা কমিটির সাবেক সদস্য ছিলেন।
রিদোয়ান কবিরের বাড়ি পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের আলা মিয়া সওদাগরের বাড়িতে। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরের মাসুদ এগ্রো কোম্পানিতে সিনিয়র ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে শ্যালকের মোটরসাইকেলে করে কর্মস্থল চট্টগ্রাম শহরের উদ্দেশে রওনা দেন রিদোয়ান কবির। পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যান তিনি। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।
পরে শ্যালক শাহ্ হোসাইন সাগর স্থানীয়দের সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে একদিন চিকিৎসাধীন থাকার পর আজ (২৪ জুন) মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
এদিকে রিদোয়ান কবিরের মৃত্যুতে শোক জানিয়েছেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ ও সিপিবির সভাপতি কমরেড শাহ আলম। এক বিবৃতিতে তারা বলেন, রিদোয়ান কবির একজন নিষ্ঠাবান ও আদর্শবান কর্মী ছিলেন। তার মৃত্যুতে সংগঠনের অপূরণীয় ক্ষতি হলো। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
পূর্বকোণ/রবিউল/জেইউ/পারভেজ