চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় প্রবাসীর ঘরে স্বর্ণ-টাকা না পেয়ে কেটে নিলো আঙুল

রাঙ্গুনিয়ায় প্রবাসীর ঘরে স্বর্ণ-টাকা না পেয়ে কেটে নিলো আঙুল

নিজস্ব প্রতিবদেক

২৪ জুন, ২০২৫ | ৫:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক প্রবাসীর ঘরে ঢুকে স্বর্ণালংকার, টাকা ও দামী সামগ্রী না পেয়ে ক্ষুব্দ হয়ে প্রবাসী ও তার স্ত্রীকে কুপিয়ে জখম করেছে ডাকত দল। এতে প্রবাসী জসিমের হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের সা‌বেক রাঙ্গু‌নিয়া এলাকায় ঘরের দরজায় তালা ঝু‌লিয়ে দিয়েও ডাকাতির চেষ্টা করা হয়।

 

সোমবার (২৩ জুন) দিবাগত রাতে পৃথক এই ডাকাতি চেষ্টার ঘটনা ঘটে। এছাড়া এর আগের দিন ভোররাতে পোমরা ইউনিয়নের বার আউলিয়া এলাকায় আনোয়ারা বেগম (৪০) নামে এক গৃহবধূকে জবাই করে হত্যা চেষ্টা চালানো হয়েছে। এসব ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন পুলিশ।

 

জানা যায়, সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের ভূমিহীন সবুজ গ্রাম এলাকার প্রবাসী মো. জসিম উদ্দিনের বসতঘরে ৮-১০ জনের একটি সংঘবদ্ধ দল হানা দেয়। এসময় সাম্প্রতিক সময়ে দেশে আসা প্রবাসী জসিমকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাস থেকে আনা স্বর্ণালংকার, টাকা ও মূল্যবান সামগ্রী খোঁজ করে। না পেয়ে ক্ষুব্দ চক্রটি তাদের কুপিয়ে জখম করে। এতে প্রবাসী জসিমের হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে বাঁচাতে তার স্ত্রী শাহানুর আকতার (৩৫) এগিয়ে এলে তাকেও যখম করা হয়। তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে চক্রটি পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, জঙ্গল পোমরা একালায় এক প্রবাসীর ঘরে ডাকাতদলের হামলায় এতে স্বামী-স্ত্রী দুজন আহত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি। স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের বিষয়টিও তদারকি করা হচ্ছে। গৃহবধূকে জবাই করে হত্যা চেষ্টার ঘটনাটিও গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট