চট্টগ্রাম রবিবার, ২০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে ১২ জনের শরীরে করোনা শনাক্ত

চট্টগ্রামে ১২ জনের শরীরে করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

২৪ জুন, ২০২৫ | ৪:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামে করোনাভাইরাসে আরও ১২ জন আক্রান্ত হয়েছেন। তবে আজ করোনায় কারো মৃত্যু হয়নি। সোমবার (২৩ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চট্টগ্রামের ১৩টি হাসপাতাল ও ল্যাবে ২৫১ জনের করোনা পরীক্ষা হয়। এর মধ্যে চারটি হাসপাতাল ও ল্যাবে পরীক্ষায় ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে ইম্পেরিয়াল হাসপাতালে ৩ জন, শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ৬ জন, পার্কিভিউ হাসপাতলে ১ জন ও মেট্রোপলিটন হাসপাতালে ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

 

আক্রান্ত ১২ জনের মধ্যে ১০ জন নগরীর ও ২ জন ফটিকছড়ি ও মিরসরাই উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে। এর মধ্যে ১১ জন উপজেলার বাসিন্দা ও ৭৯ জন নগরীর বাসিন্দা।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট