কক্সবাজারের উখিয়ায় ডাকাত দলের গুলিতে দুই ভাই গুলিবিদ্ধ হয়েছেন। রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জুন) রাত ৮টার দিকে তাদের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নুরুল আলম বাবুল (৪৫) জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়ার পূর্ব নুরার ডেইল এলাকার মৃত ইসহাকের ছেলে। গুলিবিদ্ধ তার ভাই মোহাম্মদ হাসান (৩৫) চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, গতকাল সোমবার রাত ৮টার দিকে নিজ বাড়ির সামনে ১০-১২ জনের একদল ডাকাতের অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হয় নুরুল আলম বাবুল ও তার ভাই। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। রাত ১০টার দিকে কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবুলের মৃত্যু হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে।
পূর্বকোণ/পিআর