চট্টগ্রাম রবিবার, ২০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

সংকেত না মানায় মোটরসাইকেলে পুলিশের ধাক্কা, পিষ্ট হয়ে পা বিচ্ছিন্ন
ভাইরাল ভিডিও থেকে নেওয়া দুর্ঘটনার দৃশ্য

সংকেত না মানায় মোটরসাইকেলে পুলিশের ধাক্কা, পিষ্ট হয়ে পা বিচ্ছিন্ন

লোহাগাড়া সংবাদদাতা

২৩ জুন, ২০২৫ | ৯:৩২ অপরাহ্ণ

লোহাগাড়া উপজেলার আরকান সড়কের হাজী রাস্তার মাথা এলাকায় কর্তব্যরত এক পুলিশ সদস্যের পা চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়েছে। ঘটনার পর তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওইখানে তার ডান পায়ের হাটুর নীচের অংশ কেটে ফেলা হয়েছে। ঘটনাটি ঘটেছে ২২ জুন রোববার সকাল আনুমানিক ৬ টায় উল্লেখিত স্থানে।

 

আহত পুলিশ সদস্যের নাম আলা উদ্দীন (৩৩)। তার বাড়ি নোয়াখালী জেলায়। তিনি বর্তমানে লোহাগাড়া থানায় কর্মরত।

 

এই ঘটনার ভাইরাল ভিডিও ও খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার সময় পুলিশের একটি টিম উল্লেখিত স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশী চালাচ্ছিলেন। ওই সময় লোহাগাড়ার দিকে আসা ২টি মোটর সাইকেলকে থামানোর জন্য সংকেত দেন। তারমধ্যে ১টি মোটর সাইকেল পুলিশের সংকেত অমান্য করে কৌশলে পালিয়ে যায়। অপর মোটর সাইকেলটি প্রথমে থেমে যায়। পরে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কর্তব্যরত একজন পুলিশ সদস্য পেছন থেকে মোটর সাইকেলে থাকা এক আরোহীকে ধাওয়া করে ধাক্কা দিলে এতে ২ জন আরোহীসহ মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর এক পুলিশ সদস্যকে ধাক্কা দেয়। ফলে, ওই পুলিশ সদস্যের ডান পা চট্টগ্রামগামী ধীরগতি সম্পন্ন একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে থেঁতলে যায়। পরে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে ওইখানে তার ডান পায়ের হাঁটুর নীচের অংশ কেটে ফেলা হয়। তিনি বর্তমানে ওখানে চিকিৎসাধীন রয়েছেন।

 

এ প্রসঙ্গে থানার ডিউটি অফিসার এসআই সিরাজুল ইসলাম’র সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, উক্ত ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী, ট্রাক চালক ও তার সহকারীসহ ৪ জনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ২৩ জুন তাদেরকে আদালতে প্রেরণ করা হয় এবং মোটর সাইকেল ও ট্রাকটি থানা হেফাজতে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

পূর্বকোণ/মনির/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট