টেকনাফের নাফনদীতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার অবৈধ ইয়াবা উদ্ধার করেছে।
রবিবার (২২ জুন) ভোররাতে নাফ নদীর মির্জাজোড়া সংলগ্ন এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ২ জন সন্দেহভাজন ব্যক্তি নাফ নদীতে নেমে সাঁতরে কেওড়া বাগানের ভিতর দিয়ে মির্জাজোড়া এলাকার দিকে আসতে দেখা যায়। এ সময় ধাওয়া করলে নিজেদের কাছে থাকা প্লাস্টিকের বস্তা ফেলে তারা পালিয়ে যায়। বস্তাটি তল্লাশি করে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ