চট্টগ্রাম রবিবার, ২০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

চন্দনাইশে হত্যা মামলার আসামি আটক
আসামি মো. মকবুল প্রকাশ মহিবুল্লাহ

চন্দনাইশে হত্যা মামলার আসামি আটক

চন্দনাইশ সংবাদদাতা,

১৬ জুন, ২০২৫ | ১০:০২ অপরাহ্ণ

উপজেলার ধোপাছড়ি এলাকায় পরকিয়ার জেরে প্রেমিকের হাতে নিহত শহিদুল ইসলাম হত্যা মামলার একমাত্র আসামিকে আটক করেছে পুলিশ।

 

সোমবার (১৬ জুন) পশ্চিম ধোপাছড়ির চেয়ারম্যান বাড়ির নিহত শহিদুল ইসলামের পরিবারের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এজহার নামীয় একমাত্র আসামি মহেশখালী এলাকার রহমত উল্লাহ’র ছেলে মো. মকবুল প্রকাশ মহিবুল্লাহকে (৩৫) আটক করে পুলিশের হাতে তুলে দেন।

 

জানা যায়, মহিবুল্লাহর সাথে শহিদুল ইসলামের স্ত্রীর পরকিয়া প্রেমের কারণে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। ওই ঘটনার সূত্র ধরে চলতি বছর ২৫ ফেব্রুয়ারি পার্শ্ববর্তী পাহাড়ে গাছ কাটতে গিয়ে শহিদুল্লাহ ও মহিবুল্লার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। মহিবুল্লাহর আঘাতে শহিদুল ইসলাম গুরুতর আহত হলে তাকে প্রথমে কেরানী হাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সেখান থেকে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল ইসলাম মারা যান।

 

এ ব্যাপারে তার ভাই তৌহিদুল ইসলাম বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সে মামলার একমাত্র আসামি হিসেবে শহিদুল ইসলামের স্বজনরা কক্সবাজার জেলার মহেশখালী থেকে আজ সোমবার ভোর রাতে মহিবুল্লাহকে আটক করে থানা পুলিশে দেন। বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. নুরুজ্জামান জানান, আসামী মহিবুল্লাহকে আজ সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। 

 

পূর্বকোণ/দেলোয়ার/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট