চট্টগ্রাম রবিবার, ১৫ জুন, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজার উপকূলে ১৬ ঘণ্টায় ৬ মরদেহ উদ্ধার
ফাইল ছবি

কক্সবাজার উপকূলে ১৬ ঘণ্টায় ৬ মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

৯ জুন, ২০২৫ | ৭:১১ অপরাহ্ণ

কক্সবাজার সমুদ্র উপকূল থেকে ১৬ ঘণ্টায় একে একে ছয় মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, সদর থানা এলাকার মধ্যে পাঁচজনের মরদেহ উদ্ধার হয়েছে। সেখানে তিনজন পর্যটক ও একজন স্থানীয় ব্যক্তি। আরেকজনের মরদেহ গলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে; যার পরিচয় পাওয়া যায়নি।

 

এ ছাড়া সমুদ্র সৈকতের হিমছড়ির পেঁচারদ্বীপ এলাকা থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে রামু থানার ওসি মু. তৈয়বুর রহমান জানান।

 

সদর থানা পুলিশ জানায়, তিন পর্যটকের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয় রোববার গভীর রাত ১টার দিকে সৈকতের ডায়াবেটিস পয়েন্টে।

 

নিহত মো. রাজিব চট্টগ্রামের ডিসি রোড এলাকার নজির আহমদের ছেলে। তিনি রোববার বিকাল ৫টার দিকে সি-গাল পয়েন্টে গোসলে নেমে ভেসে যান।

 

সোমবার দুপুর ২টার দিকে বাবা ও ছেলে একসঙ্গে গোসলে নেমে ভেসে যাওয়ার সময় উদ্ধার করা হয় সৈকতের সায়মন বিচ পয়েন্ট থেকে। লাইফগার্ড কর্মীরা রাজশাহীর শাহীনুর রহমান (৬০) এবং তার ছেলে সিফাতকে (২০) কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। কিছু পরে সেখানকার চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

 

এ ছাড়া বেলা সাড়ে ১১টার দিকে সাগরের নাজিরারটেক পয়েন্ট থেকে উদ্ধার করা হয় কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়া এলাকার নুরু সওদাগরের মরদেহ। তিনি রোববার বিকালে শখের বশে মাছ ধরে গিয়ে সৈকতের শৈবাল পয়েন্ট থেকে ভেসে যান।

 

অপরদিকে দুপুর ১২টায় খুরুশকুলের আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন এলাকা বাঁকখালী নদীর মোহনা থেকে উদ্ধার করা হয় একটি অজ্ঞাত গলিত মরদেহ। নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

রামু থানার ওসি মু. তৈয়বুর রহমান জানান, সমুদ্র সৈকতের হিমছড়ির পেঁচারদ্বীপ এলাকায় সোমবার সকাল সাড়ে ১১টার দিকে একটি মরদেহ উদ্ধার হয়। মরদেহের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট