চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ জুন, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডে রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় একজন নিহত

সীতাকুণ্ডে রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় একজন নিহত

সীতাকুণ্ড সংবাদদাতা

৮ জুন, ২০২৫ | ৩:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস চাপায় দিদারুল আলম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৮ জুন) দুপুর দেড়টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদামবিবিরহাটে এ ঘটনা ঘটে।

নিহত দিদারুল আলম চট্টগ্রামের মিরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজম নগর গ্রামের কোব্বত আহম্মদের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে মাদামবিবিরহাট এলাকায় মহাসড়ক অতিক্রমের সময় দিদারুল আলম চট্টগ্রামমুখী শাহী পরিবহনের দ্রুতগামী বাস চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

 

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি এবং হেল্পারসহ শাহী বাসটি আটক করেছি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট