বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় বন্দুক ও টমটমের ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাত ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হেডম্যান চাকপাড়া এলাকা থেকে এসব সামগ্রী উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত গভীরে টমটম চালকের বাড়ি থেকে ব্যাটারিগুলো ডাকাতি করে পালানোর চেষ্টা করে ডাকাত দল। পরে এলাকাবাসী দেখতে পায় নতুন চাকপাড়া এলাকার জঙ্গলে একটি দেশীয় বন্দুক ফেলে ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে একটি বন্দুক ও দুটি টমটমের ব্যাটারি উদ্ধার করে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. আবু তাহের বলেন, এলাকাবাসীর সচেতনতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। তবুও এলাকাবাসী আতঙ্কে মধ্যে রয়েছে।
সোমবার (২৬ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি বন্দুক ও দুটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।
পূর্বকোণ/শামীম/জেইউ/পারভেজ