চট্টগ্রাম শনিবার, ২১ জুন, ২০২৫

চকরিয়ায় একাধিক মামলার আসামি রোমান বন্দুকসহ গ্রেপ্তার
গ্রেপ্তার সাইফুল ইসলাম প্রকাশ রোমান

চকরিয়ায় একাধিক মামলার আসামি রোমান বন্দুকসহ গ্রেপ্তার

চকরিয়া সংবাদদাতা

২৬ মে, ২০২৫ | ৭:২১ অপরাহ্ণ

চকরিয়ায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুকসহ সাইফুল ইসলাম প্রকাশ রোমান (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার ভোররাতে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের চা বাগানের পার্শ্ববর্তী হায়দার নাশি নামক স্থানে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার সাইফুল ইসলাম প্রকাশ রোমান (৩৫) ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা বাগান এলাকার নুরুল ইসলামর ছেলে।

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় চকরিয়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। তার বিরুদ্ধে একাধিক থানায় বিভিন্ন মামলা রয়েছে। সে প্রতিনিয়ত অস্ত্র দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ এলাকার স্থানীয় ডাকাতদের সাথে অবস্থান করে চকরিয়া এলাকায় বিভিন্ন স্থানে ডাকাতি করে থাকে।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট