চট্টগ্রাম সোমবার, ২৩ জুন, ২০২৫

সর্বশেষ:

হত্যাচেষ্টা মামলায় পটিয়ার যুবলীগ নেতা বাবলু নগরে গ্রেপ্তার
গ্রেপ্তার জিয়াউদ্দিন বাবলু

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা

হত্যাচেষ্টা মামলায় পটিয়ার যুবলীগ নেতা বাবলু নগরে গ্রেপ্তার

পটিয়া সংবাদদাতা

২৫ মে, ২০২৫ | ১১:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় জিয়াউদ্দিন বাবলু (৩৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রবিবার (২৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর ফিরিঙ্গি বাজার এলাকায় কোতোয়ালী থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

 

জিয়াউদ্দিন বাবলু পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসা এলাকার মৃত জালাল আহম্মেদের ছেলে এবং কুসুমপুরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক।

 

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে গুলি ও হামলা ভাঙচুর এবং ককটেল ফাটিয়ে ছাত্রদের হত্যাচেষ্টাসহ পটিয়া থানার দুটি মামলার এজহারভুক্ত আসামি যুবলীগ নেতা জিয়া উদ্দিন বাবলু।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, জিয়া উদ্দিন বাবলুর বিরুদ্ধে তার ভাইদের দিয়ে পটিয়ায় ইয়াবা ব্যবসার অভিযোগ রয়েছে। গত মাসে বাবলুর দুই ভাই জসিম উদ্দিন বাচা ও জামাল উদ্দিন মিন্টুকে মুদির দোকানের আড়ালে ইয়াবা বিক্রির সময় ইয়াবাসহ গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় পৃথক দুটি বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলায় পলাতক যুবলীগ নেতা বাবলুকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

 

পূর্বকোণ/রবিউল/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট