কক্সবাজারের উখিয়ায় ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অভিযানে ২০ হাজার ইয়াবাসহ এক মোটরসাইকেল চালক মাদককারবারিকে আটক করা হয়েছে।
রবিবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনার পাড়া রেজুখাল চেকপোস্টে তল্লাশিকালে উক্ত ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক যুবক আব্দুর রহমান (৩৩) টেকনাফ উপজেলার সাবরাং কাটাবনিয়া এলাকার আব্দুল কাদেরের ছেলে।
রবিবার রাত সাড়ে ৯ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম।
তিনি জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল সোনার পাড়া হতে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১৯ হাজার ৭৭০ বার্মিজ ইয়াবা উদ্ধার করে। এ সময় আব্দুর রহমানকে আটক করা হয়েছে।
এছাড়াও উক্ত ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত যানবাহন (মোটরসাইকেল) ও একটি মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়েছে। উদ্ধার বার্মিজ ইয়াবা ও অন্যান্য মালামালসহ আসামিকে প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করতঃ পুলিশের নিকট সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান।
পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ