চট্টগ্রাম বুধবার, ২৫ জুন, ২০২৫

চন্দনাইশ পাঠানীপুল এলাকায় বাস উল্টে আহত ২০
উল্টে যাওয়া হানিফ বাস

চন্দনাইশ পাঠানীপুল এলাকায় বাস উল্টে আহত ২০

চন্দনাইশ সংবাদদাতা

২৫ মে, ২০২৫ | ১০:২৫ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশের দক্ষিণ হাশিমপুর পাঠানীপুল এলাকায় যাত্রীবাহী হানিফ বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে ২০ জনের অধিক যাত্রী আহত হয়। আহতদেরকে দোহাজারী ও বিসিজি ট্রাস্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

 

আজ রবিবার (২৫ মে) বিকেলে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী হানিফ বাস (ঢাকা-মেট্টো-ব-১৫-৭৭০৮) ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দক্ষিণ হাশিমপুর পাঠানীপুলের রেলিং এর সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় বাসে থাকা যাত্রীদেরকে স্থানীয়রা গাড়ির গ্লাস ভেঙে বের করে দোহাজারী, বিসিজি ট্রাস্ট ও চমেক হাসপাতালে পাঠিয়ে দেন।

 

আহতরা হলেন- ময়মনসিংহের নাজমা খাতুন (৪৫), আবুল হক (৫০), শেখ মো. আবদুর সাত্তার (৪০), রেহেনা পারভীন (৪০), দেবীদ্বারের ঝর্ণা বেগম (৫৫), লাবনী বেগম (৫০), ব্রাহ্মণবাড়িয়ার ইলিয়াছ হোসেন (৬০), মফিজুল ইসলাম (৬২), দোহাজারীর ফরিদা ইয়াছমিন (৪০), কক্সবাজার খুটাখালীর মমতাজ বেগম (৬০), বাঁশখালীর মো. ইউসুফ (৬৫), হালিশহরের আবু রায়হান (৪৩), কুমিল্লার রুবি আকতার (২৭)সহ ২০ জনের অধিক যাত্রী।

 

আহত অন্যান্যদের বিজিসি ট্রাস্ট ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে স্থানীয়রা জানান।

 

খরব পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনায় কবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। গাড়ির চালক ও হেলপার পলাতক রয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।

 

পূর্বকোণ/দেলোয়ার/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট