চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ জুন, ২০২৫

সর্বশেষ:

ডাকাত শাহীনের আস্তানায় যৌথ বাহিনীর হানা; বিপুল অস্ত্র-মাদক উদ্ধার
শাহীনুর রহমান শাহীনের আস্তানা থেকে উদ্ধার অস্ত্র ও সামগ্রী

ডাকাত শাহীনের আস্তানায় যৌথ বাহিনীর হানা; বিপুল অস্ত্র-মাদক উদ্ধার

কক্সবাজার সংবাদদাতা

২৫ মে, ২০২৫ | ৮:১৭ অপরাহ্ণ

কক্সবাজারের রামু উপজেলায় কুখ্যাত ডাকাত ও ১৯ মামলার আসামি শাহীনুর রহমান শাহীনের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য, জাল টাকা ও ওয়াকিটকি উদ্ধার করেছে যৌথ বাহিনী।

 

আজ রবিবার (২৫ মে) ভোরে র‌্যাব-১৫, পুলিশ ও বিজিবির সমন্বয়ে পরিচালিত এই অভিযানে শাহীন পালিয়ে যেতে সক্ষম হলেও, তার অপরাধ সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ সরঞ্জাম জব্দ করা হয়েছে।

 

র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে রামু থানাধীন গর্জনিয়া ইউনিয়নের মাঝিরঘাটা গ্রামের পলাতক আসামি শাহীনের বসতঘরে সে ও তার সহযোগীরা মাদক ও অস্ত্র নিয়ে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতেই আজ রবিবার (২৫ মে) ভোররাতে একটি সমন্বিত দল অভিযান পরিচালনা করে।

 

যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে কুখ্যাত শাহীন ও তার সঙ্গীরা ঘরের পিছন দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ জাহিদ রাতুলের উপস্থিতিতে র‌্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা সাক্ষীদের নিয়ে শাহীনের বসতঘরে প্রবেশ করে তল্লাশি চালায়।

 

তল্লাশিকালে তার আস্তানা থেকে দুটি ১২ বোর কার্তুজসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, গুলির পিতলের খালি খোসা, বিপুল পরিমাণ গাঁজা, জাল টাকা, একটি ওয়াকিটকি সেট এবং একটি কালো বাইনোকুলার উদ্ধার করা হয়। জব্দকৃত এসব আলামত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‌্যাবের তথ্য অনুযায়ী, শাহীনুর রহমান শাহীন একজন চিহ্নিত অস্ত্রধারী ডাকাত এবং এলাকায় তার বিরুদ্ধে ১৯টি মামলা চলমান রয়েছে। দীর্ঘ দিন ধরে সে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তার আস্তানায় এতো বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী উদ্ধার প্রমাণ করে সে একটি সক্রিয় অপরাধ চক্রের মূল হোতা।

 

এ বিষয়ে র‌্যাব-১৫ এর কর্মকর্তা আ. ম. ফারুক জানান, কুখ্যাত শাহীন ডাকাতসহ তার এই সিন্ডিকেটের অন্যান্যদের ধরার অভিযান অব্যাহত রয়েছে।

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট