চট্টগ্রামের বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় শাহ আবদুল মজিদ সুইট কর্নারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৫ মে) বিকেলে উপজেলার কধুরখীল চৌধুরী হাটে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ রহমত উল্লাহ।
তিনি জানান, কধুরখীলের চৌধুরী হাটে অভিযান চালিয়ে পণ্যে মোড়ক ব্যবহার না করায় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় শাহ আবদুল মজিদ সুইট কর্নারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া যথাযথ প্রক্রিয়া না মেনে বালু পরিবহনের দায়ে এক ট্রাক চালককে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ