জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাঁশখালীতে যখন পথসভা চলছে, তখন সচিবালয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশবিরোধী ষড়যন্ত্র চক্রান্ত মাথা চাড়া দিয়ে উঠেছে। সচিবালয়ে ষড়যন্ত্র চলছে। কোন ষড়যন্ত্রে কাজ হবে না। যে সরকার পালিয়ে গেছে সেই সরকার ফিরবে না।
রবিবার (২৫ মে) দুপুর ১টায় বাঁশখালী উপজেলার পরিষদ মাঠে পথসভার শুরুতে তিনি এই মন্তব্য করেন। সচিবালয়ের কর্মকর্তা যারা অসহযোগিতা করছেন উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পাস করা হাজার হাজার অসংখ্য বেকার রয়েছে, আর আপনাদের স্থলাভিষিক্ত হবে। আপনারা যদি মনে করেন হাসিনা রাজত্ব আবার কায়েম হবে। সেই দিন আর আসবে না। অন্তবর্তীকালীন সরকার বিচার, সংস্কার নির্বাচনের দিকে এগিয়ে যান
তিনি চট্টগ্রাম ভাষায় বলেন, বহুতদিন খাইও, আর ন খাইও। আমরা যারা দেশ প্রেমিক কাজ করে যাব। রাষ্ট্র ব্যবস্থাকে ভিন্ন খাতে প্রবাহিত করার প্রচেষ্টাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই।
বক্তব্যে তিনি বলেন, ভবিষ্যত বিনির্মাণে বাংলাদেশি সংবাদমাধ্যম হিসেবে ঠেলে নিয়ে যাবেন না। আংশিক, অসম্পূর্ণ সংবাদ প্রচার করবেন না। গণমাধ্যমে সঠিক সংবাদ তুলে ধরবেন। খুন ,ঘুম, ভারতীয় আগ্রাসন দখলদারদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।
হাসনাত আব্দুল্লাহ বলেন, বিচারব্যবস্থার সংস্কার, নতুন সংবিধান প্রণয়ন, গণপরিষদ ও আইনসভার নির্বাচন, আহত ও শহীদ পরিবার পুনর্বাসনসহ মৌলিক সংস্কারের দাবি উপদেষ্টার কাছে দেয়া হয়েছে। গণমানুষের মতামত জানতেই আমরা চট্টগ্রাম দক্ষিণ থেকে যাত্রা শুরু করেছি।
ডা. তাসনিম জারা বলেছেন, জুলাই অভ্যুত্থানের আন্দোলন এখনো শেষ হয়নি, এখনো অনেক বাকি। এনসিপি একটি দল। আমাদের দেশটা যে পঁচা ব্যবস্থার মধ্যে ছিল, আমরা সেটা রাখতে চাই না। কোন দলীয় বিবেচনায় বিচারকার্য ব্যাহত হবে না। যে রাষ্ট্র ব্যবস্থায় হাজার মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে। সে রাষ্ট্র ব্যবস্থা আর দেখতে চাই না। আমরা চাই, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থায় কোন দলীয় বিবেচনায় থাকবেনা।
পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ন আহবায়ক ইমন সৈয়দ ও জুবাইরুল আরিফ। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় সমন্বয়ক জাওয়াদুল করিম।
পূর্বকোণ/পিআর/এএইচ