চট্টগ্রামের চন্দনাইশে অস্ত্রসহ জুবায়ের আরেফিন (২৮) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।
রবিবার (২৫ মে) ভোরে উপজেলার সাতবাড়িয়ায় চন্দনাইশ আর্মি ক্যাম্পের কমান্ডার ইবতিসাম জাওয়াদ দিয়াবের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। আটক জুবায়ের সাতবাড়িয়ার নাজিরহাট নগরপাড়ার মোহাম্মদ জাফরের ছেলে।
জানা গেছে, সন্ত্রাসী জুবায়ের আরেফিন সাতবাড়িয়ার নাজিরহাট নগরপাড়ার বাড়িতে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় জুবায়েরকে আটক করে সেনাবাহিনী। অভিযানে তার হেফাজতে থাকা একটি দেশীয় অস্ত্র, দুটি দা, একটি ছুরি, তিনটি মোবাইল ও নগদ ১২৩১ টাকা উদ্ধার করা হয়।
চন্দনাইশ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, শীর্ষ সন্ত্রাসী জুবায়ের আরেফিনকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়।
পূর্বকোণ/পিআর /এএইচ