রাউজান উপজেলায় শ্বশুরবাড়ি থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) বিকেল তিনটার দিকে উপজেলার চিকদাইর ইউনিয়নের সন্দ্বীপপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের একটি ঘরের মেঝে থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নারীর নাম রাশেদা বেগম (৪০)। তিনি ওই এলাকার ওমানফেরত মোহাম্মদ ইব্রাহীমের স্ত্রী।
রাশেদা বেগমের বাড়ি সন্দ্বীপ উপজেলার মুসাপুর গ্রামে। তার বাবার নাম মোস্তাফা কামাল। পারিবারিক সূত্রে জানা গেছে, দাম্পত্য জীবনে দুই ছেলে সন্তান রয়েছে—একজনের বয়স ১৪, অন্যজনের ৫ বছর।
নিহতের স্বজনরা জানান, স্বামী ইব্রাহীমের সঙ্গে রাশেদার দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। একাধিকবার রাশেদা তার স্বামীর হাতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এসব বিষয়ে স্থানীয় ইউপি কার্যালয় ও থানা পর্যায়ে সালিশি বৈঠকও হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইব্রাহীম। তিনি দাবি করেন, “আমার স্ত্রী গত চারদিন ধরে পেটব্যথা ও বমিতে ভুগছিলেন। স্থানীয় চিকিৎসকের পরামর্শে ওষুধও খেয়েছেন। শনিবার হঠাৎ করে আবার অসুস্থ হয়ে পড়লে আমি প্রাথমিক চিকিৎসা দিই, কিন্তু ততক্ষণে সে মারা যায়।” স্ত্রীকে হাসপাতালে না নেওয়ার কারণ জানতে চাইলে ইব্রাহীম বলেন, “রাশেদা হাসপাতালে যেতে রাজি ছিলেন না।”
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে লাশ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠাই। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে।”
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু মনে হলেও, স্বজনদের অভিযোগ ও অতীত পারিবারিক দ্বন্দ্বের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ