কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নে মোটরবাইক ও ব্যাটারিচালিত অটোরিকশার (টমটম) মুখোমুখি সংঘর্ষে মৌলভী জাহাঙ্গীর আলম (৫৫) নামে একব্যক্তি আহত হয়েছেন।
আজ শনিবার (২৪ মে) রাত ৯টায় ওই উপজেলার সদর ইউনিয়নের চৌমুহনীর কলেজ গেটের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে।
আহত মৌলভী জাহাঙ্গীর আলমের বাড়ি চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের জঙ্গলকাটা এলাকায়। তিনি পেকুয়া কলেজ গেট চৌমুহনীতে মিষ্টির দোকান ফুলকলির স্বত্বাধিকারী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে মোটরবাইক নিয়ে জাহাঙ্গীর আলম বাসা থেকে বের হয়ে চৌমুহনী আসার পথে একটি টমটম বিপরীত দিক থেকে এসে তাকে মুখোমুখি সজোরে ধাক্কা দেয়, সাথে সাথে বাইক থেকে তিনি পড়ে গুরুতর আহত হন। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া চৌমুহনীতে একটি ক্লিনিকে চিকিৎসা সেবা দেন।
স্থানীয় চিকিৎসক আলহাজ শাহাবুদ্দিন বলেন, রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত একব্যক্তিকে চিকিৎসা সেবা দেওয়া হয়। তিনি হাতে পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছেন।
উল্লেখ্য, গত তিনদিনের হালকা বৃষ্টিপাতে পেকুয়া উপজেলা তথা কক্সবাজার জেলায় বিভিন্ন সড়ক দিয়ে শুষ্ক মৌসুমে লবণ ও মাটি নিয়ে যাওয়ায় এসব সড়ক এখন কাদায় পিচ্চিল হওয়ায় এসব দুর্ঘটনা ঘটছে।
পূর্বকোণ/এমরান/জেইউ/পারভেজ