চট্টগ্রাম শনিবার, ২১ জুন, ২০২৫

সর্বশেষ:

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ফাইল ছবি

লোহাগাড়ায় পানিতে ডুবে দুই যমজ শিশুর মৃত্যু

লোহাগাড়া সংবাদদাতা

২৪ মে, ২০২৫ | ৫:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে সাড়ে তিন বছর বয়সী দুই যমজ সন্তানের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) দুপুর দেড়টায় এ ঘটনা ঘটে।

 

নিহত দুই যমজ শিশুরা হলো- ওই এলাকার বাসিন্দা আজিজুল হক মাঝির ছেলে আবির হোসেন ও আদিল হোসেন।

 

স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহতের চাচা এনামুল হক জানান, নিত্যদিনের মতো আবির ও আদিল বাড়ির সামনের উঠানে খেলা করছিল। খেলার সময় তারা সকলের অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর স্বজনেরা ছেলে দুই জনকে দেখতে না পেয়ে তাদেরকে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে পুকুরের পানিতে ভাসতে দেখে শোর-চিৎকার করলে পরিবারের সদস্যরা পানিতে নেমে দুই শিশুকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট