বাংলাদেশে নিযুক্ত (সাবেক) মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকির অভিযোগে মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফরিদুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ মে) রাতে তাকে হোয়ানকের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রতুল কুমার শীল জানান, আওয়ামীলীগ নেতা ফরিদুল আলমকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সাবেক মার্কিন রাষ্ট্রদূতকে হুমকির ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, ফরিদুল আলম তার বক্তব্যে বলেছিলেন, ‘এই রকম পিটার হাঁসকে জবাই করে খাই।’ এই উক্তিকে মার্কিন রাষ্ট্রদূতকে হত্যার হুমকি হিসেবে গণ্য করা হয়েছে। বিতর্কিত এই মন্তব্যের পর থেকেই ফরিদুল আলম নজরদারিতে ছিলেন।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর ২০২৩ সালে মহেশখালীর কালারমারছড়া মাঠে আওয়ামী লীগের এক সমাবেশে ফরিদুল আলম তার বক্তব্যে পিটার হাসকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করেন, যা পরবর্তীতে দেশে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।
পূর্বকোণ/পিআর/এএইচ