খাগড়াছড়ির আলুটিলায় কাভার্ড ভ্যানের সঙ্গে ইটবোঝাই ট্রাক্টরের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। শনিবার (২৪ মে) সকালে আলুটিলার ময়লার টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কাভার্ড ভ্যানে আগুন ধরে যায়। দুর্ঘটনায় আহতরা খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। তারা হলেন- রমজান আলী (২৭), থৈয়াপ্রু মারমা (২০), রহিম (৩০), শাহিন (৩০)। সবাই মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সার্জেন্ট পুলক দে। তিনি জানান,কাভার্ডভ্যান ও ট্রাক্টরের সংঘর্ষের ফলে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল।আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/জহুর/এএইচ