চট্টগ্রাম শনিবার, ২১ জুন, ২০২৫

সর্বশেষ:

অনলাইন জুয়া খেলার অপরাধে যুবকের কারাদণ্ড
জুয়া খেলার অপরাধে কারাদণ্ডপ্রাপ্ত মো. ইমরান

অনলাইন জুয়া খেলার অপরাধে যুবকের কারাদণ্ড

পেকুয়া সংবাদদাতা

২৩ মে, ২০২৫ | ১১:১৩ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় অনলাইন জুয়া (1xbet) জুয়া খেলার অপরাধে মো. ইমরান (২৫) নামের এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

আজ শুক্রবার (২৩ মে) বিকাল ৫টার দিকে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে এ রায় দেওয়া হয়।

 

মো. ইমরান পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের মো. হাশেমের ছেলে এবং পেশায় একজন মাছ ব্যবসায়ী।

 

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী বলেন, অনলাইন জুয়া ওয়ানএক্স বিটে (1xbet) ৩৮টা বেটে ৬৩ হাজার টাকার জুয়া খেলা হয়। এতে অংশ নিয়ে প্রকাশ্যে জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারা লঙ্ঘন করায় উক্ত আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. ইমরান নামের একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

পূর্বকোণ/এমরান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট