কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম দিগরপানখালী হিন্দুপাড়া থেকে মজিদিয়া আলিম মাদ্রাসা পর্যন্ত মাতামুহুরী নদীর ভাঙ্গন প্রতিরোধে নদীর পাড়ে আরসিসি ব্লক ও টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শুক্রবার বিকাল ৫টার দিকে পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের ১ নম্বর বাঁধ এলাকায় শত শত মানুষের উপস্থিতিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
আয়োজিত মানববন্ধনে সামাজিক সংগঠন রাইজিং স্টার ফাউন্ডেশনের সাবেক সভাপতি রায়হানুল ইসলামের সঞ্চালনায় ও চকরিয়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহামুদুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চকরিয়া পৌরসভা বিএনপির সহসভাপতি মো. সেলিম উদ্দিন, জামাল হোসাইন নুরী, নুরুল আবসার সিদ্দিকী, নুরুল আলম কন্ট্রাকটার, আমির আলী, শাহাব উদ্দিন, আবুল কালাম আজাদ মামুনুর রশিদ, মো. আরাফাত, শাওন কবির হেভেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, প্রতি বছর বর্ষা মৌসুম আসলে আতঙ্কে দিন কাটে এ এলাকার হাজারো মানুষের। এমন-কী বেড়িবাঁধ ভেঙে স্বর্বস্ব হারানোর ভয়ে স্ত্রী সন্তান নিয়ে নির্ঘুম রাত কাটান অনেকেই।
এমতাবস্থায় মধ্যম দিগরপানখালী হিন্দুপাড়া থেকে মজিদিয়া আলীম মাদ্রাসা পর্যন্ত এলাকায় মাতামুহুরি নদীর তীরে আরসিসি ব্লক ও টেকসই বেড়িবাঁধ নির্মাণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ