চট্টগ্রাম সোমবার, ২৩ জুন, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজারে ৩২ জন কনস্টেবল নিয়োগ: যোগ্যতা ও স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত
কক্সবাজারে কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রার্থীরা

কক্সবাজারে ৩২ জন কনস্টেবল নিয়োগ: যোগ্যতা ও স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত

কক্সবাজার সংবাদদাতা

২৩ মে, ২০২৫ | ১০:৩৫ অপরাহ্ণ

মেধা, যোগ্যতা এবং শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে কক্সবাজার জেলায় ৩২ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ সম্পন্ন হয়েছে। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলমের সার্বিক নির্দেশনা ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশের নিবিড় তত্ত্বাবধানে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হয়।

 

গত বৃহস্পতিবার (২২ মে) অনুষ্ঠিত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণার মধ্য দিয়ে কক্সবাজার জেলা পুলিশ স্বচ্ছতার এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। কক্সবাজারের পুলিশ লাইন্স ড্রিলশেডে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের চেয়ারম্যান মো. সাইফউদ্দীন শাহীন।

এ সময় বোর্ডের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে নির্বাচিত ৩২ জন প্রার্থীর নাম ঘোষণার পর তাঁদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন নিশ্চিত করেছেন, এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের ঘুষ লেনদেন বা অভিযোগের বিন্দু পরিমাণ সুযোগ ছিল না।

 

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট জসিম উদ্দিন চৌধুরী জানান, এবারের নিয়োগ প্রক্রিয়ায় মোট ৬৮০ জন প্রার্থী প্রিলিমিনারি স্ক্রিনিং পেরিয়ে শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ নেন। তিন দিনব্যাপী এই পরীক্ষার শেষে ৩২৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ৫৯ জন উত্তীর্ণ হন। পরবর্তীতে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যাচাই-বাছাই শেষে ৩২ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

 

নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতায় গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা। অনেকে জীবনের প্রথম এই বড় সফলতায় আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন। এমন মানবিক দৃশ্য উপস্থিত সবার চোখে জল এনে দেয়।

 

সমাপনী বক্তব্যে পুলিশ সুপার নবনিযুক্ত কনস্টেবলদের সততা, নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, “বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হিসেবে দেশসেবায় আপনাদের নিজেদের আত্মনিয়োগ করতে হবে।” এই নিয়োগ প্রক্রিয়া কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন।

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট